তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তিনি বলেন, ‘রুমীর পরিবারের সদস্যরাও একই রকম হুমকি-ধমকির মুখে পড়ায়, সেটি পারিবারিক জটিলতা বা চাপের কারণ হয়ে থাকতে পারে। এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু যদি আত্মহত্যাও হয় এর পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মীদের ক্রমাগত হুমকি-ধমকি দায়ী বলে আমি মনে করি।’
ভোরে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।