রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

হাদির ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
মাক্স টিভি বিডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ নির্বাচনী এলাকার স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে ঢাকা-৯ আসনের বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব বলেন, যারা এদেশে নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চায় না এবং সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে চায়—তারাই শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। তিনি বলেন, এসব হামলা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের নিরাপত্তা রক্ষায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভ মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর