রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

গুলি করে বিকাশ এজেন্টের ১৪ লাখ টাকা ছিনতাই, আহত ২

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
আহতদের হাসপাতলে নেওয়া হচ্ছে
টঙ্গীর আনারকলি রোডে বিকাশ এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে বিকাশ এজেন্টের কর্মচারী গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গীর আনারকলি রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের কর্মচারী আরিফ হোসেন (৩৫) টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

আহত অপরজনের নাম আজাদ। তিনি একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আরিফ একজন বিকাশ এজেন্টের কর্মচারী। তিনি তার সহকারী আজাদকে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশের দোকান থেকে এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা তুলে গাজীপুর মহানগরের ৫৭নং ওয়ার্ডের টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮নং মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে আসেন।

সেখানে আসামাত্রই আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা প্রথমে আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ​এ সময় আজাদ সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। 

পরে ছিনতাইকারীরা আহতদের সঙ্গে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​আশপাশের লোকজন গুলিবিদ্ধ আরিফ হোসেন ও আজাদকে উদ্ধার দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

 

টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত সহকারী সার্জন ডা. মোসা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর