বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
প্রতীকী ছবি । ছবি : সংগৃহীত

জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে রিখটার স্কেলে ৭ দশমিক ২ হিসাবে অনুমান করা হয়েছে।

ভূমিকম্পের পরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি ও হোক্কাইডো উপকূলের কাছে গভীর সমুদ্রে। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পূর্ব জাপানের উপকূলে তিন মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাতের কাছে শনিবার (৬ ডিসেম্বর) রাতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জমির মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস বলছে, ভূমিকম্পটি আলাস্কার জুনো থেকে ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে হয়েছিল।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর