রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী রোববার (০৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) বৈঠকে বসবে। সেদিন সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় আইন ও প্রচলিত রীতির আলোকে তপশিল পূর্ব ও তপশিলোত্তর কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় এবং সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোর ওপরও আলোচনা হবে।

এদিকে সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রধান বিষয়গুলো হলো-

• পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন বিদ্যমান অবস্থায় বিএমটিএফ থেকে আইডিইও (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর বা গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফের স্থগিত বকেয়া বিল পরিশোধ বিষয়ে আলোচনা।

• সেপ্টেম্বর ২০১৯ থেকে জুন ২০২২ পর্যন্ত চুক্তির আওতায় ২ কোটি ৩১ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বিল পরিশোধ করা হয়েছে। অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফের দাবি করা বকেয়া বিল পরিশোধসংক্রান্ত আলোচনা।

• ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত লেখা মুদ্রণ) সংক্রান্ত কার্যক্রম ও চুক্তি সম্পন্নের সিদ্ধান্ত। এ ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি আহ্বান জানান।

আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর