জমকালো আয়োজনের পালিত হলো সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন (SOWAB)।
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে যে কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে,তা মানুষের কল্যানের জন্য সর্বদা নিয়োজিত।বিভিন্ন কোম্পানি গুলো একত্রে এই উক্ত অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানটি ২২/১১/২০২৫ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকার সময় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও আল মদিনা এসোসিয়েশন এর কর্নদ্বার মো ফারুক হাসান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চলোনা করেন, সার্বিস ওউনার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আপন সার্বিস ওউনার এসোসিয়েশন এর কর্ণদ্বার মো আপন কবির।জমকালো আয়োজনে আর উপস্থিত ছিলেন, ক্লিন হার্ট এর মালিক ও সার্বিস ওউনার এসোসিয়েশন এর প্রচার সম্পাদক মোহাম্মদ সবুর,মোহাম্মদ রেজাউর রহমান,উপদেষ্টা মো জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন গুনিব্যাক্তি এবং গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।