বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। বুধবার বাদ জোহর, স্থানীয় জামিয়া জিনিয়া মাশহাদুল উলূম মাদরাসায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতেই কোরআন তিলাওয়াত ও খতম সম্পন্ন করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাদরাসার প্রধান মুফতি। দোয়ার পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনাও করা হয়।
এসময় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা; তার দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে এ ধরনের আধ্যাত্মিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।