বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজধানীর কামরাঙ্গীরচরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক আহমেদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকাজুড়ে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এস. এম. সায়েম,
সিনিয়র সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ
এবং
আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল কামরাঙ্গীরচর থানা।
তিনি বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম প্রধান নেতা। তাঁর সুস্থতা কামনায় আমরা সবাই হৃদয়ের গভীরতা থেকে দোয়া করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্য ও ধৈর্য সবচেয়ে বেশি প্রয়োজন।
আয়োজক মোঃ ফারুক আহমেদ,
যুগ্ম আহ্বায়ক, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল,
বলেন—
“দেশনেত্রীর সুস্থতা কামনায় এলাকার মানুষের আগ্রহ দেখে আমরা অভিভূত। তাঁর রোগমুক্তির জন্য আমরা আন্তরিকভাবে এই দোয়ার আয়োজন করেছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি প্রমাণ করে তারা দেশনেত্রীর প্রতি কতটা শ্রদ্ধাশীল।”
স্থানীয় মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, জাতীয় শান্তি, দেশের কল্যাণ এবং জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিলে কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যানার ও ফেস্টুনে দেশনেত্রীর সুস্থতার জন্য শুভকামনার বার্তা ফুটে ওঠে। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।