রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাপারেল ফাউন্ডেশন (DUAAF)-এর ২০২৫–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে
মাক্স টিভি বিডি গ্রাফিক্স

Dhaka University Alumni Apparel Foundation (DUAAF)-এর ২০২৫–২০২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই কমিটিতে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন AKM Shoaib, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন Arafatul Islam (Arafat)। নতুন নেতৃত্বের মাধ্যমে DUAAF–এর কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের প্রধান মতিউর রহমান জানান, এটি DUAAF–এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি, যা আগামী দুই বছর সংগঠনকে একটি সুশৃঙ্খল কাঠামোর দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, আরএমজি সেক্টরের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের একত্রিত করা, DUAAF–এর রেজিস্ট্রেশন সম্পন্ন করা এবং খসড়া সংবিধান চূড়ান্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এই কমিটির দায়িত্বে থাকবে।

DUAAF–এর লক্ষ্য সম্পর্কে তিনি আরও বলেন, দল–মত–ধর্ম নির্বিশেষে সাবেক শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা সময়ের দাবি। এই সংগঠন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অ্যালামনাইদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে সমন্বিত করবে এবং নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনামূলক ভূমিকা রাখবে।

DUAAF বর্তমানে অ্যাপারেল ও টেক্সটাইল খাতের পেশাজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের একটি সহযোগিতামূলক নেটওয়ার্ক, যা জ্ঞান বিনিময়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান–সংযোগ এবং শিল্পখাতে নেতৃত্ব গঠনে কাজ করছে। নতুন কমিটির কার্যক্রম শুরু হলে DUAAF আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর