শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত হয়েছে
দেবযানী চট্টোপাধ্যায় I ছবি: সংগৃহীত

২২ বছরের সুদীর্ঘ পথচলায় ছোটপর্দার নিয়মিত মুখ ছিলেন তিনি। টিআরপি-র ওঠানামা, চরিত্রের উত্থান-পতন—সবকিছুর মাঝেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন দেবযানী চট্টোপাধ্যায়। কিন্তু হঠাৎ যেন বদলে গেল সব। গত আড়াই বছর ধরে তাকে কোনো ধারাবাহিকে দেখা যায় না। বড়পর্দার দিকেও মুখ ফেরালেও কাজের সংখ্যা তুলনামূলক কম। টালিউড ছেড়ে এখন তিনি রয়েছেন মুম্বাইয়ে। ভক্ত মনে প্রশ্ন জেগেছে, হঠাৎ করে কেন এত বড় সিদ্ধান্ত নিলেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বহু জনপ্রিয় ধারাবাহিকে কখনো নেতিবাচক আবার কখনো ইতিবাচক চরিত্রে তাকে দেখেছে দর্শক। কিন্তু, গত দুই বছরে নাকি ছোটপর্দায় অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়েছেন অভিনেত্রী।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘প্রায় আড়াই বছর হলো ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দিয়েছি। সত্যি বলতে একঘেয়েমি এসে গিয়েছিল। তাই মেগাতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন ধরনের কাজ করতে চাইছি। ছোটপর্দায় নতুন কিছু করার নেই। আমার জন্য নতুন কিছু হবে সেটাও নয়। আর গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম না।‘

তাহলে এখন কী করতে চান দেবযানী? করোনা পরিস্থিতি অনেক কিছুই বদলে দিয়েছে। ফলে অভিনেত্রী এই পরিবর্তিত পরিস্থিতিতে ওয়েব সিরিজে অভিনয় করতে খুবই আগ্রহী। সেই কারণেই অনেক দিন ধরে মুম্বাইয়ে থাকছেন তিনি। মাঝেমধ্যে আসছেন কলকাতায়।

দেবযানী জানিয়েছেন, ওখানের কাজকর্মের ধরন অন্যরকম। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন তিনি। এ ছাড়া কলকাতায় তার নিজস্ব একটি বুটিক আছে। তাই ব্যবসার কাজেও মাঝেমধ্যে শহরে ফিরতে হচ্ছে তাকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর