শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে
প্রতীকী ছবি
কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।

একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সালাউদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে।

এ ঘটনায় রামু থানায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।মামলায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।আদালতের পিপি বলেন, বিচারকার্য চলাকালে ৫ জনই জামিনে ছিলেন।

তাদের মধ্যে বর্তমানে ৪ জন পলাতক রয়েছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর