আসছে বছরের ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তাই জাতীয় দলের খেলোয়াড়দের বিষয়ে একটা নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।বিভিন্ন খেলার জাতীয় দলের কোনো খেলোয়াড় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে এক বিবৃতি দিয়েছে এনএসসি। চিঠি আকারে প্রতিটি ফেডারেশনকে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে, যথাযথভাবে মানতে।
এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসানের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের নিকট একাত্মতার প্রতীক।
ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা কাম্য নয়।’
চিঠিতে আরো বলা হয়েছে, ‘জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করা যাবে না।খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
সব খেলোয়াড়কে তাঁদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।’সর্বশেষ নির্বাচনে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের প্রচারণায় জাতীয় দলের অনেককেই অংশ নিতে দেখা গিয়েছিল। এমন কিছু রুখতেই এবার এই সিদ্ধান্ত নিয়েছে এনএসসি।