২২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসিমা আক্তার কল্পনার নেতৃত্বে এক বিশাল পদযাত্রা ও ৩১ দফা বাস্তবায়নের লিফলেট অনুষ্ঠিত হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বদিউল সুইট, যুবদল নেতা হুমায়ুন কবির ও ৩২ নং ওয়ার্ড বিএনপির ম: তাইজুল, সোহেল, আরমান,বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ঘিরে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ধানের শীষ প্রতীক, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আজিমপুর ২৭ নম্বর মাঠ থেকে শুরু হয়ে পদযাত্রাটি বিডিআর সেকশন হয়ে কামরাঙ্গীরচ পর্যন্ত অগ্রসর হয়। পথে পথে স্থানীয় জনগণ করতালি ও শুভেচ্ছা জানিয়ে নাসিমা আক্তার কল্পনাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
এ সময় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, তরুণ-যুবক, নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পদযাত্রায় অংশ নেন। জনতার মাঝে দাঁড়িয়ে কল্পনা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, এলাকার সমস্যা শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
নাসিমা আক্তার কল্পনা বলেন, “ঢাকা-৭ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও কর্মসংস্থানসমৃদ্ধ এলাকায় পরিণত করতে জনগণের মতামত ও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি।”