শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভূমিকম্পে আতঙ্কগ্রস্থ হয়ে আদমজী ইপিজেডে ৭ শ্রমিক অসুস্থ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় ভূমিকম্পের আতঙ্কে ৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিকভাবে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এসময় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ সকালে ভূমিকম্প হলে এতে আতঙ্কিত হয়ে পড়েন ইপিজেডের ভেতরকার বিভিন্ন কারখানার শ্রমিকরা।

এ সময় দৌড়াদৌড়ির মধ্যে আদমজী ইপিজেডের অনন্ত ওয়াশিং লিমিটেডের ৬ জন মহিলা শ্রমিক এবং সিম্বা ফ্যাশন লিমিটেডের ১ জন পুরুষ শ্রমিক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে অসুস্থ শ্রমিকদের প্রথমে বেপজা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়ি ফেরত পাঠানো হয়। অবশিষ্ট ৩ জনকে চিকিৎসার জন্য ৩০০ শয্যার খানপুর হাসপাতালে রেফার করা হয়েছে।

অনন্ত ওয়াশিং কর্তৃপক্ষ জানান,  ভূমিকম্পে  হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়। এ ছাড়া ফ্যাক্টরিতে কোনো ধরনের ক্ষতি হয়নি।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশার জানান, আদমজি ইপিজেডের ৩ জন শ্রমিকসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ৫ জন আতঙ্কগ্রস্থ রোগী খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন। বড় কোনো ক্ষতি হয়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর