বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

খিলগাঁও পাকা মসজিদ মার্কেটে ব্যবসায়ীকে মারধর–চাঁদাবাজির অভিযোগ, থানায় এজাহার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
মাক্স টিভি বিডি গ্রাফিক্স

রাজধানীর খিলগাঁও পাকা মসজিদ মার্কেট এলাকায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির পর তাকে মারধর, দোকান খালি করতে বলাসহ ক্যাশবাক্স থেকে নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে নামীয় ও অজ্ঞাত আরও ২০–২৫ জনকে বিবাদী করা হয়েছে।

এজাহারকারী আল মাহাদী (৪০) জানান, তিনি প্রায় পাঁচ মাস ধরে মসজিদ মার্কেট কমিটির অনুমতি সাপেক্ষে মার্কেটের সম্মুখে অস্থায়ী উচ্ছেদযোগ্য দোকানে ব্যবসা করে আসছেন। গত ১৬ নভেম্বর রাত ১০টার দিকে তার দোকানে এসে স্বপন মোল্লা (৩৮) নামের এক ব্যক্তি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি—দোকান খালি করার নির্দেশ

অভিযোগে বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বপন মোল্লা দোকান খালি করতে বলেন এবং মোবাইল ফোনে অজ্ঞাতনামা ২০–২৫ জন লোককে ঘটনাস্থলে ডাকেন। এরপর তারা দোকানে গিয়ে আল মাহাদী ও তার সঙ্গে থাকা পরিচিত ব্যক্তি ফাহাদ (৪০)–কে ঘিরে ধরে।

অভিযোগ: এলোপাতাড়ি মারধর, নীলাফোলা জখম

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, উপস্থিত লোকজন স্বপন মোল্লার নির্দেশে দুইজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে চড়–থাপ্পড়, কিল–ঘুষি ও লাথি মারতে থাকে—ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। ঘটনার এক পর্যায়ে দোকানের ক্যাশবাক্সে থাকা ৫৫ হাজার টাকা স্বপন মোল্লা নিয়ে যান বলেও অভিযোগকারী দাবি করেন।

ব্যবসা করতে না দেওয়ার হুমকি

অভিযোগে বলা হয়, হামলার সময় দুইজন ডাক–চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বপন মোল্লা ও তার সঙ্গে থাকা লোকজন সরে যায়। যাওয়ার আগে তারা আল মাহাদীকে ভবিষ্যতে ওই স্থানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানমালের হুমকি দেন।

বিলম্বে এজাহার

ঘটনার পর পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে তিনি বৃহস্পতিবার খিলগাঁও থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন।

পুলিশের বক্তব্য

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“এজাহারটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি

অভিযুক্ত স্বপন মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর