মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার
প্রতিবেদকের নাম
-
প্রকাশের সময়ঃ
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
-
২০
বার পঠিত হয়েছে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়ায় গত বৃহস্পতিবার স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সোমবার সকালে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবালয় থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ডে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি রাখা ছিল। চালক পারভেজ খান রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতর দগ্ধ হন পারভেজ। হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবালয় থানায় মামলা করেন। নিহত পারভেজের ছেলে সুমন খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা মারা যান।’ শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ চালকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। এ ঘটনায় করা মামলায় এর আগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এই ধরনের আরও খবর