বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা শহর মাইজদীর বেসরকারি প্রাইম হসপিটালে তাকে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও তার শ্যালক নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন।

বিএনপি নেতা হিরন আরো জানান, শনিবার বিকেলে জেলা শহর মাইজদীর বাসায় পেটে গ্যাসের কারণে শরীরে হার্ট রিডিং বেড়ে মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে মাইজদী প্রাইম হসপিটালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ শাহজাহানের শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। কিছুক্ষণ পর তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। বর্তমানে তিনি ভালো আছেন।
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলো বলেন, ‘আমরা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছি। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়া হতে পারে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর