রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে বাসে আগুন লাগার খবর আসে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “আজ সন্ধ্যায় আমাদের কাছে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন এখন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।”
তিনি আরও বলেন, আগুন লাগার উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতা চালিয়ে আসছে।
একইভাবে ধোলাইপাড়ের এই ঘটনাটিও সেই ধারাবাহিকতার অংশ কি না- তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।