বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বরের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা-৭ আসনে স্মরণসভা, উপস্থিত রফিকুল ইসলাম রাসেল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত হয়েছে
ছবি : ম্যাক্স টিভি বিডি

ঢাকা, ৭ নভেম্বর ২০২৫:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঢাকা-৭ আসনে এক স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও এমপি প্রার্থী রফিকুল ইসলাম রাসেল।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থল ছিল দেশপ্রেম ও ঐতিহাসিক চেতনায় মুখর।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা একে একে বক্তব্য রাখেন। তারা বলেন, এই দিবসের আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, যাতে ইতিহাসের চেতনা হারিয়ে না যায়।

দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলন। অনুষ্ঠানটির সম্পূর্ণ মিডিয়া কাভারেজ করেছে  Max TV BD, যারা দিনভর সরাসরি সম্প্রচার ও বিশেষ প্রতিবেদন উপস্থাপন করে দর্শকদের কাছে অনুষ্ঠানের তাৎপর্য পৌঁছে দেয়।

এই আয়োজনে উপস্থিত সবাই দেশের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় সংহতির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক নতুন আশার বার্তা ছড়িয়ে দেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর