বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে
সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানস্থলটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পরে নিজ সহপাঠীকে কাছে পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। আবেগে জড়িয়ে ধরেন একে অপরকে।

বয়সের ভারে ইতোমধ্যেই অনেকে কাবু হয়েছেন। কিন্তু এই পুনর্মিলন অনুষ্ঠান তাদের যেন ১৬ বছরের যুবক বানিয়ে দিয়েছিল। খুঁজে পেয়েছেন তারা বিদ্যালয়ের সেই পুরোনো স্মৃতি।

নিজ সহপাঠীর সঙ্গে অনেক পুরোনো স্মৃতি নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন তারা। অনেকে আবার সহপাঠীর সঙ্গে স্কুল জীবনের প্রেম নিয়ে একটু একটু প্রেমের স্মৃতি স্মরণ করে আলাপচারিতার মত্ত হন। তবে সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা।

এই পুনর্মিলন অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণটিকে করে তুলেছিল অতীতের স্মৃতি নিয়ে এক মিলনমেলা।

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টায় কনকসার বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রুবেল ঢালী, প্রধান শিক্ষক হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আল মাসুদ।

সারাদিনব্যাপী নানা আয়োজন, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর