বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

গাড়ির ধাক্কায় উত্তরার সড়কে মাছ ব্যবসায়ী নিহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে

দ্রুতগতির গাড়ির ধাক্কায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন মাছ ব্যবসায়ী।

শনিবার (৮ নভেম্বর) ভোরে বিএনএস সেন্টারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উত্তরা পূর্ব থানায় জানানো হয়েছে।

এর আগে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোনজামাই সাইদুল ইসলাম বলেন, ইউসুফ ভ্যানে করে মাছ বিক্রি করতেন। ভোরের দিকে মাছ নিয়ে তিনি উত্তরা বিএনএস সেন্টারের বিপরীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তারা ইউসুফকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান, কিন্তু চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলা

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর