বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

বলিউডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত হয়েছে
কাস্টিং কাউচ বা যৌন হেনস্তার ঘটনা বলিউডে নতুন নয়। বহু নায়িকাই কাস্টিং কাউচের অভিযোগ এনেছেন। এবার এই বিষয় নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন মৌনি রায়। 
ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী জানিয়েছেন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তাকে কাস্টিং কাউচ বলা যায় না ঠিকই, তবে একবার অস্বস্তিতে পড়তে হয়েছিল নায়িকাকে।স্পাইস ইট আপ-এ অপূর্ব মুখিজার সঙ্গে কথোপকথনে, অভিনেত্রী শেয়ার করেছেন মাত্র ২১ বছর বয়সে মর্মান্তিক দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছিলেন তিনি।মৌনি রায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনো কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন কিনা বা বলিউডে কেউ কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেছেন কিনা, তখন মৌনি বলেছিলেন, ‘কখনো কাস্টিং কাউচের মুখোমুখি হইনি তবে খারাপ আচরণ করা হয়েছিল। আমার বয়স ছিল ২১-২২ বছর এবং আমি কারো অফিসে গিয়েছিলাম যেখানে অফিসের ভিতরে লোকজন ছিল যেখানে দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল।
হঠাৎ একটি দৃশ্য ছিল যেখানে মেয়েটি সুইমিং পুলে পড়ে যায়, সে জ্ঞান হারিয়ে ফেলে এবং নায়ক তাকে বের করে আনে এবং তার জ্ঞান ফেরাতে মাউথ টু মাউথ রেসপেরশন (মুখের ভিতর মুখ ঢুকিয়ে অক্সিজেন সরবরাহের চেষ্টা) দেয়।কোনো অভিনেতা, পরিচালক বা কাস্টিং এজেন্ট তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন কিনা তা স্পষ্ট না করে মৌনি আরো যোগ করেছেন, ‘লোকটি আক্ষরিক অর্থে আমাকে ধরে নিজের মুখ থেকে আমার মুখে শ্বাস-প্রশ্বাস দিয়ে দৃশ্যটা দেখিয়েছিল। আমি বুঝতে পারিনি যে, ওই মুহূর্তে আমার সঙ্গে কী ঘটছিল। আমি কাঁপতে শুরু করলাম এবং আমি নিচে দৌড়ে গেলাম।
এটি সত্যিই আমাকে সত্যিই দীর্ঘ সময়ের জন্য ক্ষতবিক্ষত করেছিল।’‘কিউ কি সাস ভি কাভি বহুতি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মৌনি রায়। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন ‘মহাদেব’ সিরিয়ালের মাধ্যমে। পর্বর্তীতে ‘নাগিন’ সিরিয়াল তার খ্যাতি শিখরে পৌঁছে দেয়।২০১৮ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং পরে রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবায় কাজ করেছেন।
আগামীতে তাকে হ্যায় ‘জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা যাবে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরও অভিনয় করেছেন। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর