বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
সংগৃহীত ছবি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্য।

প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন।
 

তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে হাতিয়ারসহ। নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে।

নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই। 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর