বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

মহাসড়ক অবরোধ করে খেলেছে ফুটবল ও ক্রিকেট

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩১ বার পঠিত হয়েছে
মহাসড়ক অবরোধ করে খেলেছে ফুটবল ও ক্রিকেট

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ফুটবল ও ক্রিকেট খেলেছেন আন্দোলনকারীরা। সর্বস্তরের জনতার আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় শহরের দুর্জয় মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। ফলে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আজ (সোমবার) রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দুপুর ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনে ভৈরব-কুলিয়ারচরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন অংশ নেয়। আন্দোলনকে একাত্মা জানিয়ে বক্তব্য দেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, সাইফুর রহমান শাহরিয়ার, গোলাম মহিউদ্দিন প্রমুখ। আন্দোলনকারীরা বলেন, যতক্ষণ না ভৈরব জেলা বাস্তবায়ন হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয়, তাহলে সামনে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর