বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের আরো ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পঠিত হয়েছে
সংগ্রহিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো আট নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তাররা রাজধানীতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে।

তারা ঢাকার বাইরে থেকে এসে অবস্থান করে এসব মিছিলে অংশ নেয়। সকাল ও বিকেলে আবার কখনো রাতে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তায় হঠাৎ মিছিল বের করে। 

এরপর দৌড়ে দৌড়ে মিছিল করে পালিয়ে যায়। সম্প্রতি মতিঝিল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে ১৩৪ জন আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে মতিঝিলে মিছিল করার সময় দুজনকে ধরে গণধোলাই দেয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর