বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সাতসকালে ঝরল স্কুলশিক্ষার্থীসহ ৩ প্রাণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
ট্রাকের ধাক্কায় সড়কে পিষে গেছে ভ্যানটি। ছবি : সংগৃহীত

পাবনা সদরে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে দুজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি অটোভ্যানকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর