রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

যে কোনো ষ”ড়”য”ন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে : ডা. জাহিদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত হয়েছে
মতবিনিময় সভায় বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি :maxtvbd

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৩১ দফার আলোকে আপনারা সম্পৃক্ত হবেন, ঐক্যবদ্ধ হবেন। যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে। কোনো অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না। আমাদের ঐক্যের মাধ্যমেই কাঙ্খিত ফলাফল ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবী ও নারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি। অস্ত্র হাতে যুদ্ধ করছেন। আজকে যারা কথা বলে- তাদের ইতিহাস ঐতিহ্য কী আছে সেটাও মনে করার চেষ্টা করবেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আপস করা যাবে না। আমাদের নেতা করেনি। আমাদের দলে কেউ আত্মসমর্পণকারীও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না। আমাদের নেতা সবসময় জনগণের পক্ষে ছিলেন। সেই থেকে আজ অবদি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের পাশে আছেন, বিএনপি জনগণের পাশে আছে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্য ভাগের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটিকে কেউ কেউ প্রলম্বিত করার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। জনগণের কাছে যাওয়ার তাদের কোনো উপায় নেই। এই অবস্থায় জনগণও ঠিক সেভাবে গ্রহণ করছেন না। এগুলো দেখে বিভিন্নভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই- আল্লাহ ছাড়া কারও সাধ্য নেই যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, পৌর যুবদলের সদস্যসচিব সজীব কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রব্বানী ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রকি আহমেদ। এ ছাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ডা. জাহিদ হোসেন পৌরশহরের ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী এবং ৬নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী-পুরুষের সঙ্গে মতবিনিময় করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর