রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

এক যুগ পর আবার মঞ্চে পালাকারের ‘ডাকঘর’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত হয়েছে
মঞ্চে থিয়েটার কর্মীরা। ছবি : maxtvbd

এক যুগেরও বেশি সময় পর আবার মঞ্চে ফিরছে পালাকারের বহুল প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ও আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কালজয়ী নাটকটির শততম প্রদর্শনী।

নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। তার মঞ্চায়নে ‘ডাকঘর’ শুধু একটি নাটক নয়— এ যেন মুক্তির আকাঙ্ক্ষা, অপেক্ষা আর জীবনের গভীর অর্থের এক নীরব অনুসন্ধান। অমল নামের অসুস্থ শিশুটির জানালা পেরিয়ে বাইরের জগৎ দেখার স্বপ্ন আজও দর্শকদের হৃদয়ে আলোড়ন তোলে। নিষেধের ভেতর থেকেও জীবনের আহ্বান শোনার এই গল্প হয়ে উঠেছে আজকের সময়েরও প্রতিচ্ছবি।

শততম প্রদর্শনীর অংশ হিসেবে পালাকার তাদের দর্শক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।

প্রদর্শনীর সময়সূচি : বৃহস্পতিবার— সন্ধ্যা ৭টা (৯৮তম প্রদর্শনী), আগামীকাল শুক্রবার— বিকেল ৫টা (৯৯তম) ও সন্ধ্যা ৭টা (শততম প্রদর্শনী), বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হল।

২০০২ সালে যাত্রা শুরু করে পালাকার নিয়মিতভাবে মানসম্পন্ন নাট্যচর্চা ও প্রযোজনা উপহার দিয়ে আসছে। তাদের অন্যতম সাফল্য ‘ডাকঘর’ বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন উৎসবে তাদের ব্যাপক প্রশংসা রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর