রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত হয়েছে
শ্রাবন্তী চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

নিজের রূপ ও লুক নিয়ে নানা জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি এক পডকাস্টে জানালেন, এখন পর্যন্ত সৌন্দর্য ধরে রাখতে তিনি আশ্রয় নেননি কোনো সার্জারির।

সেই পডকাস্টে উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে, আমি সেইভাবেই আছি। মাঝে মাঝে ওজন বাড়ে-কমে। তাছাড়া মুখটা একই থাকবে। আমি সার্জারি করিনি এখন অবধি, তাই একই আছি।’ নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন, ‘তো আমি কীভাবে পরিবর্তন করব।’

সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান, ইনজেকশনে তার ভীষণ ভয়। যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, ‘খুব ভয় লাগে ইনজেকশন, ফিউচারে দেখব একবার ট্রাই করে, কিন্তু এখন অবধি করিনি।’

বর্তমানে শ্রাবন্তী কাজ ও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন। তাই তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ভক্ত মহলে চলছে আলোচনা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর