রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন দৌলতপুর : শরিফ উদ্দিন জুয়েল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত হয়েছে

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, তরুণদের সঙ্গে নিয়েই একটি উন্নত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত দৌলতপুর গড়ে তুলতে চাই।

রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজারে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে কাজ করছি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি দৌলতপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল যদি আমাকে সুযোগ দেয়, তবে আমার অঙ্গীকার থাকবে একটি উন্নয়নবান্ধব, সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তোলা।

তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন দৌলতপুর : শরিফ উদ্দিন জুয়েল
১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করতে যাচ্ছে এবি পার্টি
তিনি আরও বলেন, দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা। মাদক চোরাচালান এখানে দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যা সমাধানে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নেও অগ্রাধিকার দেওয়া হবে।

দৌলতপুরের অবহেলিত ইউনিয়নগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ১৪টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এখানকার মানুষ এখনো নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি চাই শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করে এসব এলাকার উন্নয়নে কাজ করতে।

তরুণদের গুরুত্ব দিয়ে জুয়েল বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের উৎসাহ ও অংশগ্রহণ আমাকে আশাবাদী করছে। আমি তাদের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সম্ভাবনাময় দৌলতপুর গড়ে তুলতে চাই।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর