শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত হয়েছে

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে টিকে থাকতে আফগান সিরিজের বাকি সবগুলো ম্যাচই অতি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে টাইগার পেসার সাকিব জানান, বিশ্বকাপের বাছাইপর্ব খেলা বাংলাদেশের সঙ্গে মানায় না।

তিনি বলেন, ‘আমাদের তো আর কোনো অপশন নাই। এই ম্যাচটা আমাদের জন্য অনেক বড়। আগের ম্যাচে কোথায় ভুল করেছি, সেটা নিয়ে আলোচনা করেছি। এখন লক্ষ্য একটাই, তা হলো জয়। এই ম্যাচ না জিতলে সিরিজটাই হাতছাড়া হয়ে যাবে। বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে ভালো দল, এটা আমাদের মানায়। দশ নম্বরে থাকা মানায় না, যা হয়েছে হয়ে গেছে, এখন জিততে হবে। বাছাইপর্বে খেলাটা মানায় না আমাদের।’

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে প্রচুর ডট বল দিচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। তানজিম সাকিবও জানেন সেটা। আর তাইতো স্ট্রাইট রোটেটে মনোযোগ এখন টাইগারদের। সাকিব বলেন, ‘আমাদের প্রধান মনোযোগ এখন স্ট্রাইক রোটেট করা। অনেক বেশি ডট বল হয়ে যাচ্ছে। এটা নিয়ে সবাই অনেক চিন্তিত। ৫০ ওভারের ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক লক্ষ্য ছুড়ে দিতে না পারেন তাহলে খেলা কঠিন হয়ে যায়। এটা নিয়েই আমরা আলোচনা করছি।’

এদিকে, হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। আমি আত্মবিশ্বাসী, দল ঘুরে দাঁড়াবে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর