রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

ছেলের সঙ্গে কেক কেটে অপুর জন্মদিন উদ্‌যাপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস— যিনি এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের ভালোবাসায় ‘ঢালিউড কুইন’ হিসেবে সমাদৃত।

শনিবার (১১ অক্টোবর) ছিল তার জন্মদিন। ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় দিনটি পরিণত হয় উৎসবে।

জন্মদিনের শুরুর প্রহরেই ঘটে যায় এক বিশেষ মুহূর্ত। নিজের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কেক কেটে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেন এই অভিনেত্রী। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন অপু বিশ্বাস নিজেই।

ভিডিওতে দেখা যায়, একটি বেগুনি রঙের আকর্ষণীয় কেকের সামনে মা-ছেলে বসে আছেন। জয় মিষ্টি কণ্ঠে বলে ওঠে, ‘মম… হ্যাপি বার্থডে!’ মুহূর্তেই গলে যায় অপুর মুখে হাসি। এরপর ছেলেকে কোলে টেনে আদর করে কেক কাটেন তিনি।

তবে এর মধ্যেই ঘটে এক মজার দৃশ্য— কেকের মোমবাতি নেভাতে জয়কে একাধিকবার ফু দিতে দেখা যায়, কিন্তু আগুন নিভছিল না। পরে অপু নিজেই এক ফুয়ে মোমবাতি নিভিয়ে দেন, আর হাসতে হাসতে বলেন, ‘চলো এবার কেক কাটি!’ তারপর মা-ছেলে মিলে কেক কাটেন, একে অপরকে খাইয়ে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যঘর। অনেক তারকাও শুভেচ্ছা জানান নায়িকাকে।

অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর, বগুড়ার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। অভিনয় জীবনে ১০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে সিনেমার পাশাপাশি ফটোশুট ও নানা ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ব্যক্তিগত জীবনেও তিনি সবসময় ছিলেন আলোচনায়। ২০০৮ সালের ১৮ এপ্রিল চিত্রনায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। ২০১৭ সালে তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এর পরেই দাম্পত্য জীবনে দেখা দেয় ভাঙন, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের।

তবে মাঝে মাঝে ছেলে জয়কে নিয়ে শাকিব-অপুর একসঙ্গে দেখা মেলে— বিশেষ করে আমেরিকা সফরের সময়, যা আবারও আলোচনায় নিয়ে আসে সাবেক এই তারকা দম্পতিকে।

এবারের জন্মদিনের প্রহরে শাকিব খানের উপস্থিতি ছিল কি না— সেই প্রশ্নে এখনো মুখ খোলেননি অপু, কিন্তু ভক্তরা বলছেন, ‘জয়ের হাসিই হয়তো ছিল অপুর জন্মদিনের সবচেয়ে বড় উপহার।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর