বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

এনসিটিবির নামে ‘ন”ক”ল’ ছাপাখানা, আ”টক ৫

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে
নকল ছাপাখানা। ছবি :maxtvbd

রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানার সন্ধান করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুরান ঢাকার বাংলাবাজার এলাকা সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

এদিন উদ্ধার কার্যক্রম ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি বলেন, ‘এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই–সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে বই অবৈধভাবে ছাপানো হচ্ছিল, একটি বাইন্ডিং কারখানায় এটা ধরা পড়ে।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, ‘পুস্তক সমিতির জন্য এটা লজ্জাজনক ঘটনা। সরকারকে সব সময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সব সময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটা চক্রী মহল এই ধরনের কুচক্রী কাজে নেমেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সব সময় সরকারকে সহযোগিতা করবে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর