মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিবিসি বাংলায় দেওয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।

বিবিসির বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। গত এক বছর ধরে ভারতে সঙ্গে সম্পর্কে শীতলতা দেখা গেছে। বিএনপি সরকাপলে আসলে এ ক্ষেত্রে কোনো পরবর্তন আসবে কিনা বা পরিবর্তনের উদ্যোগ নেবেন কিনা।

জবাবে তারেক রহমান বলেন, তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।এর আগে গতকাল তার সাক্ষাতকারের প্রথম পর্ব প্রচারিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আর দল মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত নয়।

নিজের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নে তারেক রহমান বলেন, বিভিন্ন ধরনের শঙ্কার কথা তো অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

নিজেকে কখনো জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মনে করেন না উল্লেখ করে তিনি বলেন, কোনো ব্যক্তি নয়, এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, যেসব দলকে আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে পেয়েছি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। সবার মতামতকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই।

আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে কাদের প্রাধান্য দেওয়া হবে সে প্রসঙ্গে তারেক রহমান বলেন, যার প্রতি জনসমর্থন আছে। যে জনসমর্থনকে তার সঙ্গে রাখতে পারে। জনগণের যার প্রতি সমর্থন আছে, সে রকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব।

আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ ফিজিক্যাল এবিলিটির ওপর কিছুটা হলেও নির্ভর করছে বলে জানান তারেক রহমান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর