সিএপিএলে গ্রুপ ‘এ’তে নিজেদের অপরাজিত যাত্রা অক্ষুণ্ন রেখে আইইউটি অ্যালামনাই ক্রিকেট ক্লাবের বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। নির্ধারিত ৪০ ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে ২৪ ওভারের ম্যাচে নেমে এলেও মার্কেন্টাইল ব্যাংকের ব্যাটাররা বড় সংগ্রহ দাঁড় করান। বৃষ্টিজনিত বিলম্ব এবং ১৬ ওভার কমে যাওয়া সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংকের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে ২৪ ওভারে তারা ৪ উইকেট হারিয়ে তোলে ২২০ রান।
এই বিশাল স্কোরের ভিত্তি গড়ে দেন ওপেনার হাবিব রহমান এবং উইকেটরক্ষক নীলয় আহসান এর জুটি। হাবিব রহমানকে আটকানো ছিল অসম্ভব। মাত্র ৭৫ বলে ১১০ রানের এক অসাধারণ শতক হাঁকিয়ে অবসর নেন তিনি। তার এই চোখ ধাঁধানো ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন নীলয় আহসান, যিনি মাত্র ২৭ বলে ৬৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ৭টি চার ও ৫টি ছক্কার মাধ্যমে।
অপ্রতিরোধ্য লক্ষ্যের মুখে আইইউটি অ্যালামনাই ক্রিকেট ক্লাব নিজেদের ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়। তারা শেষ পর্যন্ত ২০.২ ওভারে ১১৯ রানেই অলআউট হয়ে যায়। ওপেনার সাদের ২৪ বলে ১৯ রানের ছোট ইনিংস ছাড়া আর কেউই উল্লেখযোগ্য প্রতিরোধ গড়তে পারেননি।
মার্কেন্টাইল ব্যাংকের বোলাররা ছিলেন নিখুঁত। শতক হাঁকানোর পর হাবিব রহমান আবারও বল হাতে চমক দেখান। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি মূল্যবান উইকেট শিকার করেন। আহমেদ ফয়সালও নেন ২টি উইকেট, যা আইইউটির রান তাড়া করার পরিকল্পনাকে সফল হতে দেয়নি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ১০১ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।