মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আরেকটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন।
রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীয়াত উল্লাহ (২০) ইমাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়ামুখী চালতিপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি হানিফ বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার শরীয়াত উল্লাহ মারা যান। আহত চালকসহ আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, হানিফ পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ইমাদ পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে, পরে ট্রাফিক স্বাভাবিক করা হয়।