রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

এক ম্যাচেই তিনটি পেনাল্টি রুখে ইতিহাস গড়লেন তুর্কি গোলকিপার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে

ইউরোপা লিগের গ্রুপ পর্বে রোমার বিপক্ষে লিলের জয় হয়তো অনেকেই আশা করেছিলেন। কিন্তু যা ঘটল রোমার স্টাদিও অলিম্পিকোতে, তা ইউরোপা লিগের ইতিহাসেই বিরল ঘটনা হয়ে থাকবে।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রোমার সামনে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু লিলের তুর্কি গোলরক্ষক বারকে ওজের হয়ে উঠলেন সত্যিকারের নায়ক। তিনি টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিলেন।

খেলার শুরুতেই লিড নেয় লিল। মাত্র ৬ মিনিটে ফিনল্যান্ডের হাকন হ্যারাল্ডসন গোল করে এগিয়ে দেন ফরাসি ক্লাবকে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও ছিল তাদের হাতেই। তবে ৮৪ মিনিটে রেফারির বাঁশিতে পেনাল্টি পায় রোমা।

 

প্রথমে শট নেন ইউক্রেনের স্ট্রাইকার আরতেম দোভবিক। ওজের তাঁর প্রচেষ্টা ফিরিয়ে দেন। কিন্তু গোলকিপারের আগেভাগে নড়াচড়ার কারণে পুনরায় শট নেওয়ার সুযোগ পান দোভবিক। আবারও একইভাবে শট নেন তিনি—আবারও ব্যর্থ হন! দ্বিতীয়বারও ওজের বাঁধা হয়ে দাঁড়ান।

 

এরপর দায়িত্ব পান আর্জেন্টাইন তরুণ ম্যাতিয়াস সোলেহ। বাঁ পায়ের শটে গোলকিপারের ডানদিকে লক্ষ্য করেন তিনি। কিন্তু ১.৯০ মিটার লম্বা ওজের দুর্দান্ত ডাইভ দিয়ে সেটিও ঠেকিয়ে দেন।

 

টানা তিনটি পেনাল্টি মিস করার পর ম্যাচ শেষ হয়ে যায় ১-০ তে। ফলে পয়েন্ট হাতছাড়া করে রোমা নেমে গেছে ষোড়শ স্থানে, অন্যদিকে লিল দুই ম্যাচ শেষে শতভাগ জয় নিয়ে রয়েছে শীর্ষে।

 

রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি ও খেলোয়াড়রা যখন আক্ষেপে পুড়ছেন, তখন লিলের সমর্থকরা গাইছেন ওজেরের নাম। কারণ এক রাতেই তিনি হয়ে উঠেছেন ইউরোপা লিগের আলোচিত নায়ক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর