রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

‘সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পঠিত হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি; সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধর্ম-বর্ণ ও দল কোনো ভেদাভেদ আমরা কখনও দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।

তিনি বলেন, আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এ মাটির সন্তান। আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ সবকিছু যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাঁটতে হবে।

তিনি আরও বলেন, অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই। আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সবাই যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর