রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বিমানবন্দরে সাংবাদিক হেনস্তা, এনসিপির প্রেস ব্রিফিং বয়কট সাংবাদিকদের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে
বিমানবন্দরে এনসিপির নেতাকর্মীদের হাতে সাংবাদিকরা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি :সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ কাভারে গিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সাংবাদিকরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছিল এনসিপি। সময় টিভির সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সালেহি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন এবং এনসিপির নেতাকর্মীদের বিমানবন্দরে আসার কথা ছিল। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা বের হয়ে যাওয়ার পরে হুমায়ুনের বক্তব্য আমরা নিচ্ছিলাম। তার এক হাত দূরে এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে অনুরোধ করি আমরা যেহেতু পাশেই বক্তব্য নিচ্ছি আপনারা স্লোগানটা একটু বন্ধ করেন। আপনারা স্লোগান বন্ধ না করলে তো আমরা বক্তব্য নিতে পারব না।

তিনি বলেন, এরপর তারা আরও জোরে জোরে স্লোগান দিতে থাকে। আমরা তাদেরকে বারবার অনুরোধ জানাই। আমাদের এক সহকর্মী তাদেরকে অনুরোধ করলে তার ওপর এনসিপির নেতাকর্মীরা চড়াও হন এবং গায়ে হাত তোলেন। এরপর আমরা তাদের প্রেস ব্রিফিং বয়কট করেছি।

বাংলাদেশ টাইমসের প্রতিবেদক জুবায়ের বলেন, স্লোগান থামাতে আমরা বারবার অনুরোধ করি কিন্তু সেটি না করে এনসিপির নেতাকর্মীরা আমাদের ওপর চড়াও হন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর