রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

শাপলা পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন পেছানোর সম্পর্ক নেই : সারজিস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পঠিত হয়েছে
শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি :maxtvbd

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাওয়া না পাওয়ার সঙ্গে নির্বাচন আগানো কিংবা পেছানোর কোনো সম্পর্ক নেই। আইনিভাবে এনসিপি শাপলা প্রতীক পায়। তা আদায়ে যদি রাজপথ বা আদালতে যেতে হয় আমরা যাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা আইনগতভাবে শাপলাটা পাই, আইনিভাবে কোনো বাধা নেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন বাইরের কোনো চাপ বা বাধা উপেক্ষা না করে শাপলা প্রতীক আমাদের দিয়ে দেবে।

এনসিপি সরকার নির্ধারিত সময়ে নির্বাচনের পক্ষে বলে জানিয়ে তিনি আরও বলেন, আমরা (এনসিপি) বরং চাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবসময় যেটা বলেছি— সেটা হচ্ছে বিচার এবং সংস্কারের প্রক্রিয়া মধ্য দিয়ে গিয়ে একটা সুস্থ নির্বাচন হোক। এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই জরুরি।

মন্দির পরিদর্শনে কমিটির হাতে এনসিপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন সারজিস আলম। এ সময় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী তানবিরুর বারী নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর