রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

তারেক রহমানের পক্ষে ১০টি পূজামণ্ডপে ইঞ্জিনিয়ার আমিনুরের অনুদান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দশটি পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য ও অ্যাব নেতা প্রকৌশলী মো. আমিনুর ইসলাম (সিআইপি)।

জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আমিনুর ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গনিপুর, পলাশবাড়ী, চক্রঘোনাথ ভদ্রখালী; রুকিন্দিপুর ইউনিয়নের নলডাঙ্গা; আক্কেলপুর পৌরসভার নিচা বাজার, রেল কলোনি স্টেশন রোড, ঘোষপাড়া, বিহারপুর, পারঘাটী, মাল্লাপাড়াসহ মোট দশটি পূজামণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজক কমিটির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি বাঙালির ঐতিহ্যবাহী উৎসব। এখানে সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দের মিলন ঘটে। আমি চাই- সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলুক।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সবার কাছে উপস্থাপন করেন এবং আগামীদিনে সবাই একসঙ্গে সমাজ রাষ্ট্র উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবানও জানান তিনি।

ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম স্থানীয় পূজারী, যুবক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধিরা এভাবে পাশে থাকলে উৎসব আরও আনন্দঘন হয়ে ওঠে। স্থানীয় ভক্ত-অনুরাগীরাও তাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সার্বজনীন উৎসবগুলোতে এভাবে পাশে থাকার আহ্বান জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর