রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে
ট্রফি ছাড়া ‍উদযাপনে ভারত। ‍ছবি : সংগৃহীত

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। ভারত চ্যাম্পিয়ন হওয়ার দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রানার্সআপ পাকিস্তানের ক্রিকেটারদের মেডেল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। ভারতের গণমাধ্যমের দাবি, পিসিবি সভাপতির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে দেশটির সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে।

নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তোলেন, নিজেদের মতো করে উদযাপন সারেন এমনকি ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রিপরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর