রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে ভারত: পাক অধিনায়ক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত হয়েছে
সালমান আলি আগা। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের ও পিসিবি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নেওয়াকে ভালো চোখে দেখেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। ভারত এমন আচরণের মধ্য দিয়ে পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে বলেও মন্তব্য করেন তিনি। ৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মাঠে নামে ভারত-পাকিস্তান। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে।

শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত। তবে এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি। রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দল এসিসি সভাপতির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া পুরো টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে করমর্দন হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন সালমান আগা। ফাইনাল শেষে ভারতের আচরণে অসন্তোষ প্রকাশ করে পাক অধিনায়ক বলেন, ‘ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক।

আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে। ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।’ পুরো ক্রিকেটকেই অসম্মান করেছে ভারত: পাক অধিনায়ক যে কারণে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি না নিয়ে উদযাপনে মাতে ভারত ভারত না নিলেও পাকিস্তান তাদের মেডেল সংগ্রহ করেছে। যদিও পরবর্তীতে তা ফেলে দেন পাক অধিনায়ক।

তিনি বলেন, ‘ভারত যা করেছে, আমার মনে হয় কোনো ভালো দল তা করে না। ভালো দল আমাদের মতোই করে; আমরা একা একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি, হারের পর মেডেল সংগ্রহ করেছি। আমি কর্কশভাবে বলতে চাই না, তবে খেলাটার প্রতি এটা খুবই অসম্মানজনক।’ ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে পাক অধিনায়ক আরও যোগ করেন, ‘আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর