রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

আমার সিদ্ধান্ত ঠিক ছিল, ক্রিকেটার সাকিব ইস্যুতে আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

‘আমার সিদ্ধান্ত ঠিক ছিল’—এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি তা লেখেন। ওই স্ট্যাটাসে উপদেষ্টা কারও নাম উল্লেখ করেননি। তবে কাকে ইঙ্গিত করে কথা বলছেন, সেটা বোধ হয় বুঝতে কারোই সমস্যা হয়নি।

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, উপদেষ্টা ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। কারণ, সাকিব আল হাসান আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সাকিব ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

আসিফ মাহমুদ লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion (বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।)’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমও স্ট্যাটাস দিয়েছেন। তিনি নাম উল্লেখ করে লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট।

একইভাবে বিভিন্ন পেশার গণহ’ত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবি, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর