রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

রাজশাহী মহানগর ছাত্র/দলের কমিটি বি/লুপ্ত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পঠিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে মহানগরের আওতাধীন মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীন মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শিগগির এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। তিনি বলেন, মেইলের মাধ্যমে নোটিশ পেয়েছি। তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

মহানগরীর আওতাধীন শুধু তিনটি থানা কমিটি বিলুপ্ত প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। আমাদের কমিটির মেয়াদ দুই বছর এক-দুই মাস হয়েছিল। দুই বছর মেয়াদি এসব কমিটি দু-তিন বছর থাকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর