রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

আইসিসি যেন ‘হেড মাস্টার’, নতুন ’বিচার’ নিয়ে হাজির ভারত-পাকিস্তান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত হয়েছে

এশিয়া কাপ খেলতে এসে অভিযোগ দেওয়া-নেওয়া যেন শেষই হচ্ছে না ভারত-পাকিস্তানের। এবার নতুন অভিযোগ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দ্বারস্থ হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। পাক দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত, বসে থাকেনি পাকিস্তানও। ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলে তারা।

পাকিস্তান ক্রিকেটারদের ‘‌ভারতবিদ্বেষী’‌ উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। ভারত-পাকিস্তান ম্যাচে পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ভারত।

অন্যদিকে ১৪ সেপ্টেম্বর পেহেলগাম সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে ম্যাচপরবর্তী মন্তব্যের জন্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সুপার ফোরে ভারত–পাক ম্যাচে রউফ যে সেলিব্রেশন করেছেন, তার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ম্যাচ চলাকালীন এই পাক ক্রিকেটার ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। রউফের এমন সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’ বলে মনে করছে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই দুই পাক ক্রিকেটারের সেলিব্রেশন নিয়ে আইসিসির কাছে ইমেইল করেছে ভারতীয় বোর্ড। তবে আইসিসির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। জানা গেছে, এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে।

এদিকে বিসিসিআইয়ের এই পদক্ষেপের পাল্টা জবাব দিতে ভারতের অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড। পিসিবির দাবি, ক্রিকেট ম্যাচে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর