গত দুই দিন আগে শনিবার দিন সকাল ১০ ঘটিকার সময় এবং শনিবার দিন একই দিন বেলা ৫ ঘটিকার সময় দুই দুইটা অটো রিক্সা চুরি হয়েছে।একটা অটো রিক্সা চুরি হয়েছে টিএসসির মোর থেকে আর একটা অটো চুরি হয়েছে নিউমার্কেট ঢাকা কলেজের সামনে থেকে এই রিক্সা দুইটা পাওয়া যায়নি চালক ছিল অল্প বয়সের।
একটা চালকের বয়স ছিল বয়স ১৮ বছর আরেকটা চালকের বয়স ছিল ১৫ বছর।দুইটা রিক্সাওয়ালার কাছ থেকে রিকশা নিয়েছে যে এইখানে বিস্তারিত আমরা যা শুনেছি দুইটা রিকশাওয়ালার কাছ থেকে নিয়েছে চোরেরা,যে বলছে এই মালটা একটু নিয়ে আসো এই কথা বইলা উনাদের কাছ থেকে রিক্সা নিয়ে গেছে ওনাদের ঠিকানা কেরানীগঞ্জ গজারবাগ ঢাকা ২ আসন ওনাদের সিন্ডিকেট টা অনেক বড়।প্রথম ছবি হল গডফাদার রিকশা চোরের,বাকি তিনজন এর হয়ে কাজ করে।
মোঃ রাজিব তালুকদার কামরাঙ্গীরচর ম্যাক্স টিভির প্রতিনিধি।