রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুর পর সাইফের বিদায়

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে ডু অর ডাই ম্যাচে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ ‘বি’র নবম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে এগিয়েছে দু্ই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।

মাত্র ৬ ওভারের পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলেছে বাংলাদেশ—যা আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে টাইগারদের সর্বোচ্চ পাওয়ারপ্লে সংগ্রহ। এর আগে আফগানদের বিপক্ষে এমন সূচনা আর হয়নি।

বিশেষ করে তানজিদ ছিলেন বিধ্বংসী। মাত্র ১২ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে তিনি হাঁকিয়েছেন চারটি চার ও দুটি ছক্কা। অপরপ্রান্তে সাইফ হাসান ২৪ বলে ২৬ রানে ভূমিকা রাখেন। দুই ওপেনারের ৩৪ বলে গড়া ৫০ রানের জুটি প্রথম থেকেই আফগান বোলারদের চাপে ফেলে দেয়। তবে পাওয়ার প্লে শেষেই আফগান অধিনায়ক রশিদ খানের বলে বিদায় নেন সাইফ (৩০)। বর্তমানে ক্রিজে আছেন তানজিদ (৩৭) ও লিটন (৭)।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন এএম গজনফার, তার দুই ওভারেই আসে ২৭ রান। এমনকি শেষ ২৮ টি–টোয়েন্টির মধ্যে এটিই কেবল দ্বিতীয়বার, যেখানে আফগানরা পাওয়ারপ্লেতে কোনো উইকেট তুলতে ব্যর্থ হলো।

বাংলাদেশের এই দাপুটে শুরু দেখেই ম্যাচের পূর্বাভাস বলছে, স্কোরবোর্ডে অন্তত ১৭০–১৮০ রান তুলতে পারে টাইগাররা। এখন দেখার বিষয়, এই শক্ত ভিতের ওপর মধ্য ও শেষ দিকে ব্যাটাররা কতটা পুঁজি গড়ে দিতে পারেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর