বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ দল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পঠিত হয়েছে
দেশে ফিরেছে বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিল না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরেছেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ এ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পা রাখেন জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

বুধবার থেকে সচল হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান বাংলাদেশ দল। এরপর বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। বিশেষ ফ্লাইটে ফুটবলারদের পাশাপাশি ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ফেরেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফুটবলারদের দেশে আনার জন্য নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু, যা গড়ায় সরকার পতনের দিকে। এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। ফলে ফেরার টিকিট থাকলেও হোটেলবন্দি হয়ে পড়েন জামালরা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর