বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাদিক কায়েম

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পঠিত হয়েছে
ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হওয়ার পর ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেছেন, আপনারা আগে যেভাবে আমাকে দেখেছেন, এখন ভিপি নির্বাচিত হওয়ার পর আমি ঠিক একই রকম থাকব। আমার মাঝে কোনো পরিবর্তন পাবেন না। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে আমরা পাশে থাকব। তিনি বলেন, ডাকসু নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থীদের বড় ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবেও তাদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি। এজন্য আমরা সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করছি।

সাদিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ যে কোনো ধর্মের এবং যে কোনো মতের হোক না কেন তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। ঢাবিকে আমরা একটি মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব।

দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। এছাড়া তিনি সব গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ডাকসু নির্বাচন। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ছিলেন ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর